মোঃ মিলন হক
তুমি আমার নিশুতি রাতের কাব্য ।
তুমি আমার মন ফাগুনের চাঁদ।
তুমি আমার সোনালী সূর্যের আভা।
তুমি কখনো করতে পারো না অভিমান।
চাঁদ ও পৃথিবীর সঙ্গে করে আড়ি ,
রাতে বেলায় আঁধারে ঢেকে দেয় পৃথিবী।
চাঁদও অভিমান করে লুকিয়ে থাকে
কালো মেঘের আড়ালে ।
চাঁদের অভিমানে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন।
তোমার অভিমানে আমার হৃদয় পুড়ে।
চাঁদের যেমন অভিমান সোভা পায় না।
তোমারও অভিমান মানায় না।
চাঁদ পৃথিবীর সঙ্গে অভিমান করে থাকে না।
তুমি ও অভিমান করে থাকতে পারো না।
তুমি আমার মনে সন্ধ্যা রাতের বাতিঘর।
তোমার অভিমানে নিভে যায় মনের প্রদীপ।
তোমার অভিমানে আকাশে কালো মেঘে ভেলা।
যদি তুমি চাও তোমার অভিমানের কারণে;
শীত কালেও বর্ষার আগমন হোক!
একবার বানভাসি মানুষের কথা ভেবে,
অন্তরে কালো মেঘের ছায়ার বিরাজ ঘটাও।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply