সোনার দামে সর্বোচ্চ রেকর্ড
আরাফাত আলিফ
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ড করলো সোনা। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার প্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৩ হাজার ১ টাকা,
১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ২২ হাজার ৫৭৭ টাকা,
এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
.
.
মোঃ আরাফাত আলী
নওগাঁ জেলা প্রতিনিধি
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply