সম্মিলিত সাংস্কৃতিক ঐক্য’র নবীন বরণ পরিচিতি অনুষ্ঠিত
ফরিদপুর জেলা প্রতিনিধি
সম্মিলিত সাংস্কৃতিক ঐক্য’র নবীন বরণ পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল পাঁচটায়
ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক ঐক্য’র আয়োজনে সংগঠনের আহবায়ক কবি আবু জাফর দিলু’র সভাপতিত্বে
শিল্পকলা একাডেমিতে
ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক ঐক্য’র নবীন বরণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা,
ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যাপক
ডা: শাহনেওয়াজ সালমা পারভীন, ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক ঐক্য’র সদস্য সচিব কাজী কামরুল ইসলাম,
জেলা কালচারাল অফিসার মোহাম্মদ সাইফুল হাসান মিলন, মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ রিজভী জামানসহ স্থানীয় কবি, বাউল,শিল্পী এবং সংস্কৃতিপ্রেমী সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন,” বিগত সরকারের আমলে শিল্প-সাহিত্যকে একটি পরিবারকেন্দ্রিক করা হয়েছিল৷ কিন্তু এখন সময় এসেছে শিল্প-সাহিত্য ও সংস্কৃতিকে সর্বস্তরের সব শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে দিতে। এ উদ্দেশ্যে ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক ঐক্য কাজ করবে৷ বক্তারা
বর্তমানে সাহিত্যকরা যাতে নির্ভয়ে ও বাধাহীনভাবে তাদের সংস্কৃতি ও সাহিত্য চর্চা করতে পারেন এই পরিবেশ তৈরি করার আহ্বান জানান।
এছাড়া ফরিদপুর জেলার শিল্প-সংস্কৃতি ও সাহিত্যকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে নব্যগঠিত এই সংগঠন যাতে অগ্রণী ভূমিকা পালন করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়৷
বক্তব্য শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply