শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা বিষয়ক দুইটি প্রশিক্ষণ অনুষ্ঠিত
ফরিদপুর জেলা প্রতিনিধি
শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা সিস্টেম এবং এর ব্যবহার বিষয়ে ভিন্ন ভিন্ন স্থানে দুইটি ক্লাস্টারের চাহিদা ভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ফরিদপুর সদর উপজেলার পশ্চিম গোয়ালচামট
৯০ নাম্বার পশ্চিম গোয়ালচামট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝীলটুলী ক্লাস্টারের ৩ টি বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক এবং ৭১ নাম্বার ডোমরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাখুন্ডা ক্লাস্টারের ৪টি বিদ্যালয়ের ৩২ জন শিক্ষক উক্ত প্রশিক্ষণে অংশ নেন।
প্রশিক্ষণে অত্যন্ত সুশৃঙ্খল, আনন্দদায়ক ও প্রানবন্ত অংশগ্রহণ ছিলো শিক্ষকদের। চমৎকার ও আকর্ষণীয় পরিবেশে প্রশিক্ষণ দুইটি সম্পন্ন হয়।
সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত
পশ্চিম গোয়ালচামট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝিলটুলী ক্লাস্টারের
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন ও পশ্চিম গোয়ালচামট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা পারভীন এবং বাখুন্ডা ক্লাস্টারের ডোমরা কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ শিহাব খান ও ডোমরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা জাহান। এ প্রশিক্ষণে সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন ও সহকারি উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply