মৌলভীবাজারে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন কৃষক মিলাদ মিয়া,
(শ্রীমঙ্গল প্রতিনিধি)
মোঃ ছায়েদ আলী
অদ্য ২২ এপ্রিল ২৫ইং রোজ মঙ্গলবার মৌলভীবাজারে সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের, পাগুরিয়া গ্রামের ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন মিলাদ মিয়া নামে এক কৃষক । মঙ্গলবার সকালে ভাইদিঘি হাওরে ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা। নিহত মিলাদ মিয়া স্থানীয় বাসিন্দা তাজু মিয়ার পুত্র এবং দুই সন্তানের জনক ছিলেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ধান কাটা কাজে ব্যস্ত ছিলেন মিলাদ মিয়া, সকাল প্রায় ১১টার দিকে আকাশে ঘন কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়, ঠিক সেই সময় একটি বজ্রপাত সরাসরি মিলাদ মিয়ার গায়ে আঘাত হানে এবং তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান,
ঘটনার সময় মিলাদ মিয়ার সঙ্গে তার পিতা ও দুই ভাইও ধানক্ষেতে ছিলেন। তবে তারা কেউ আহত হননি, বজ্রপাতের শব্দ ও আকস্মিকতায় তারা আতঙ্কিত হলেও নিরাপদে হাওর থেকে ফিরে আসেন,
নিহত মিলাদ মিয়ার মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রাখা হয়েছে,
এছাড়াও মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন, তিনি বলেন, বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক এবং প্রাকৃতিক দুর্যোগে মানুষকে আরও সচেতন থাকতে হবে।
এদিকে মিলাদ মিয়ার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন এবং দুই ছোট সন্তানের ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
প্রতিবছর বর্ষাকালে হাওর অঞ্চলে বজ্রপাতের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ নিয়ে কৃষকদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা মাঠে কাজের সময় সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। এই ধরনের দুর্ঘটনা এড়াতে সরকার ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের জন্য পর্যাপ্ত সচেতনতামূলক উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply