মোঃ ইয়াছিন শেখ (স্টাফ রিপোর্টার)
সংবিধানে মুসলমানদের নবী মুহাম্মদ (সা.) কটূক্তি ঠেকাতে বিধান রাখতে হবে দাবি তুলেছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। শনিবার রাজধানীতে এক সভায় এ দাবির কথা তুলে ধরেন পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
এদিন ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এক সভায় পার্থ আরও দাবি করেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সংবিধানে বিধান থাকতে হবে। এমন গণহত্যার পরেও যাদের বিন্দুমাত্র অনুশোচনা নেই, ক্ষমা চায় না, তারা কিভাবে নির্বাচনে করতে চায়।
বিজেপি চেয়ারম্যান বলেন, সংবিধান সংস্কারের জন্য জনগণের সরকার প্রয়োজন। নির্বাচিত সরকারই কেবল সংবিধান সংশোধন করতে পারে। এসময় সংবিধানে সংশোধনের কয়েকটি প্রস্তাব রাখে বিজেপি। সেগুলো হলো-
★সংবিধানে মুসলমানদের নবী মুহাম্মদ (সা.) কটূক্তি ঠেকাতে বিধান রাখতে হবে।
★ আগ্রহী ব্যক্তিদের জন্য ইসলামী আইন দ্বারা আলাদা আদালত থাকতে পারে।
★ আন্তর্জাতিক চুক্তির ব্যাখ্যা জনসম্মুখে প্রকাশের বিধান ও
★তত্ত্বাবধায়ক সরকার বিধান সংযুক্তি।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply