মনপুরা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে, ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যার প্রতিবাদে ইসরায়েল বিরোধী অবস্থান ও বিক্ষোভ
ফজলে রাব্বী
মনপুরা (ভোলা) প্রতিনিধি
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে, ভোলার মনপুরায় ইসরায়েল বিরোধী ও বিক্ষোভ সমাবেশ করেছে মনপুরা সরকারি কলেজ ছাত্রদলের নেতা কর্মিরা।
বুধবার (০৯ এপ্রিল) সকাল ১০ টায়, মনপুরা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদ ও ইসরায়েলি সকল পণ্য বর্জনের জন্য সকলের প্রতি অনুরোধ জানায় এবং কলেজ ক্যাম্পাসে মুখে কালো ব্যজ ধারন করে প্রতিবাদ করে কলেজ ছাত্রদলের নেতাকর্মিরা।
এসময় বক্তারা ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর নৃশংস ও বর্বরোচিত হামলার প্রতিবাদ জানান। পাশাপাশি ইসরায়েলি সকল পন্য বয়কটের ডাক দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন ,উপজেলা ছাত্রদলের আহবায়ক ইকরামুল কবির,নাইমুল ইসলাম রাকিব,মামুন মিয়া কলেজ ছাত্রদলের আহবায়ক সুজন মাহবুব,সদস্য সচিব স্বপন মিয়া,যুগ্ম আহবায়ক মেজবাহ্ উদ্দিন রাকিব,শাকিল আহমেদ,রাসেল,রিপন চৌধুরী , ইয়ামিন পাটোয়ারী, মোশাররফ, তানজিল, শিহাব উদ্দিন সহ উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply