বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফন্টের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
ফরিদপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফন্টের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গাজায় চলমান ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞের প্রতিবাদে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ফরিদপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহবায়ক নিতাই বায় এর সভাপতিত্বে আজ বুধবার বিকেল পাঁচটায়
ফরিদপুর প্রেস ক্লাবের সামনে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ফরিদপুর মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক বিএম নাহিদুল ইসলাম
জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক এ আর লিখন,
বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক খায়রুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহবায়ক সমীর সাহা সাহা,
ফরিদপুর নিউমার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ ইমরান,
মহানগর সেচ্ছাসেবক দলের নেতা নিজামুল মল্লিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর কমিটির সদস্য সচিব এডভোকেট স্বাধীন সরকার এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির
সদস্য সচিব সুব্রত রবিদাস, মহানগর কমিটির আহবায়ক ননীগোপাল বিশ্বাস, গৌরী বিশ্বাস,
জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সুজল বিশ্বাস, যুগ্ন আহবায়ক অয়ন সাহা, মহানগরের যুগ্ম আহবায়ক সঞ্জয় রায়, যুগ্ন আহবায়ক সুব্রত রায়।
এ সময় বক্তারা
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনী যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
বক্তারা বলেন
ইসরাইলি রা নির্বিচারে ও বিনা বিচারে নিরীহ ফিলিস্তিনি নারী ও শিশু ও বৃদ্ধদের হত্যা করছে। বক্তারা বলেন ইসরাইলকে যারা যারা সমর্থন করে তারা মানবতার শত্রু।বক্তারা বলেন অবিলম্বে তাদের এই মানবতা বিরোধী হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। বক্তারা উদ্বেগের সাথে বলেন
সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর নিশ্চুপ থাকাটা আমাদেরকে হতবাক করেছে।
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা মানবতার কথা বিবেচনা করে আজকে রাজপথে এসে দাঁড়িয়েছে।
ফরিদপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আজ মুসলিম ভাইদের পাশে দাঁড়িয়েছে। অবিলম্বে
ইসরাইলের পণ্যগুলো রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশে নিষিদ্ধ করতে হবে। এবং আমরা ইসরাইলি পণ্যসমূহগুলো বয়কট করবো।
বক্তারা বলেন জাতিসংঘের সহযোগিতায় অবিলম্বে গাঁজায় গণহত্যা বন্ধের আহ্বান জানাচ্ছি এ ব্যাপারে বিশ্ব নেতৃবৃন্দকে অবিলম্বে ঐক্যবদ্ধ হবার জন্য আহবান করা হয়।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply