1. news@gmail.com : news :
  2. samayartelevision@gmail.com : samayartelevision samayartelevision : samayartelevision samayartelevision

বাংলাদেশ শ্রেষ্ঠ আনসার পদক পেলেন পানছড়ির মোঃ আরিফুল ইসলাম

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫ টাইম ভিউ
  1. খাগড়াছড়ি প্রতিনিধি :

আনসার ভিডিপি সদর দপ্তরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৭ তম প্রতিষ্টা বার্ষিকীতে শ্রেষ্ঠ আনসার পদক পেলেন পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ির হিল আনসার মোঃ আরিফুল ইসলাম।

১৩ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার আনসার ভিডিপির সদর দপ্তরে সংস্থাটির ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪৫ তম জাতীয় সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাংলাদেশের আনসার ভিডিপির বিভিন্ন বিষয়ের উপর শ্রেষ্ঠদের মোট ১৫৬ টি পদক দিয়েছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্টা বার্ষিকী ও জাতীয় সমাবেশে মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি নিকট হতে বাংলাদেশ আনসার পদক গ্রহন করেন হিল আনসার মোঃ আরিফুল ইসলাম।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায় , বাংলাদেশ আনসার পদক ১০ টি, প্রেসিডেন্ট আনসার পদক ২০ টি, বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল পদক ২৫ টি, বাংলাদেশ আনসার সেবা পদক ১৭ টি, প্রসিডেন্ট আনসার সেবা পদক ৪০ টি, বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক ১৯ টি, প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা সেবা পদক ২৫টি সহ সারাদেশের ৬৪ জেলার মধ্যে সর্বমোট ১৫৬ টি পদক দেওয়া হয়েছে।

বাংলাদেশ আনসার পদক প্রাপ্তিতে আরিফুল ইসলামের গ্রামের বাড়ীতে শুভাকাঙ্খীরা মিষ্টি বিতরণ সহ তাঁর ভবিষ্যৎ উত্তোরোত্তর সফলতা কামনা করে দোয়া চাইছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It