নেত্রকোনার কেন্দুয়া ডিবি পুলিশের গোপন অভিযানে ৬ জুয়ারী গ্রেফতার
আশরাফ ইলিয়াস (নেত্রকোনা জেলা প্রতিনিধি)
নেত্রকোনার কেন্দুয়ায় গোপন অভিযানে ৬ জুয়ারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ৭ এপ্রিল (সোমবার) রাতে উপজেলার রেন্ট্রিতলা বাজারে এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত ৬ জন হচ্ছেন, আক্কাস আলী (৫৬), নজরুল ইসলাম (৫৯), লালন মিয়া (৪৫), আনিসুর (৫২), দুলাল (৩৫), লালন মিয়া (৪৫) ও জাহাঙ্গীর আলম (৪০)।
তারা সকলেই আশেপাশের এলাকার বাসিন্দা।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, ব্যবসায়ী আনিসুল হকের দোকানে তাস দিয়ে জুয়া খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ডিবি পুলিশ তাদের হাতেনাতে আটক করে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
নেত্রকোনা জেলা ডিবি পুলিশের এসআই অপু চন্দ্র ভৌমিক বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
নেত্রকোনা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেন, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। সমাজে অপরাধমূলক কর্মকাণ্ডের দমনে আমাদের নিয়মিত অভিযান অব্যহত থাকবে।।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply