*প্রিন্ট নিউজ*
শীতের আমেজে কিশোর গন্জ নরসুন্দা নদীর বুকে ভিড় জমিয়েছে দূরদেশ থেকে আসা অতিথি পাখিরা। কিন্তু নেই উষ্ণ অভ্যর্থনা কিংবা কোনো বরণ ডালা, নেই যত্ন-আথিত্যের আয়োজন। দখল আর দূষণের কবলে পড়া এ অভয়ারণ্য আজ হুমকির মুখে। এর পরেও অন্য বছরের তুলনায় নরসুন্দা লেকসিটির মুক্তমঞ্চের বেড়েছে অতিথি পাখির সংখ্যা।
জানা গেছে, ডিসেম্বরের শেষ দিকে ও জানুয়ারির শুরুতেই নরসুন্দার বুকে ভিড় জমাতে শুরু করে হাজার হাজার বালি হাঁসসহ নানা প্রজাতির পাখি। পাখির কলতানে ভরে উঠে আশপাশের এলাকা। ব্রহ্মপুত্রের শাখা এ নদীটিকে দৃষ্টি নন্দন লেকসিটি হিসেবে গড়ে তোলার পর থেকে শীতকালে নতুন প্রাণ সঞ্চার হয়েছিল এখানে। এ লেকসিটির একটি অংশ গুরুদয়াল সরকারি কলেজের সামনে মুক্তমঞ্চ এখানেই বেশি ভিড় করে এইস অতিথি পাখি। তাদের দেখতে সকাল-বিকেল ভিড় জমে নরসুন্দা লেকসিটির মুক্তমঞ্চে। দখল আর দূুষণে নরসুন্দার অভয়ারণ্য হারাতে বসেছে তার সৌন্দর্য। কচুরিপানার ভিড়ে অতিথি পাখিদের অস্তিত্ব খুঁজে পাওয়াই যেন কঠিন হয়ে উঠেছে। হতাশা বাড়ছে প্রকৃতিপ্রেমীদের মাঝেও। তবে আশার কথা শোনালেন গুরুদয়াল সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোফাজ্জল হোসেন। তার মতে অন্য বছরের তুলনায় নরসুন্দা লেকসিটির মুক্তমঞ্চের বেড়েছে অতিথি পাখির সংখ্যা। এখান থেকেই খাবার সংগ্রহ করা সহজ হচ্ছে এসব অতিথি পাখিদের। ডিম পাড়তেও এ কচুরিপানাকেই বেছে নিচ্ছে অথিতি পাখি।
দখল ও দূষণমুক্ত করে অতিথি পাখিদের জন্য নরসুন্দাকে নিরাপদ আশ্রয় গড়ে তোলতে প্রশাসনে কাছে দবি জানাই।
তবে মুক্তমঞ্চের কিছুটা অংশ পরিস্কার করলে অতিথি পাখিদের ডুব-সাঁতার কাটতে সুবিধা হবে। প্রকৃতিপ্রেমীরাও পাখিদের ডুব-সাঁতার কাটা দেখে উপভোগ করতে পারবে। অতিথি পাখিরা শুধু নরসুন্দার মুক্তমঞ্চের সৌন্দর্যই বাড়ায় না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply