ডেক্স রিপোর্ট সময়ের টেলিভিশন
বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি) নামে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। গণতন্ত্র, ন্যায়বিচার, উন্নয়ন ও শান্তি শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি) নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। আজ শনিবার (৩০ নভেম্বর) বেলা ১২টায় গোপালগঞ্জের চাপাইলের মধুমতি পার্কের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে নতুন সংগঠনের আত্মপ্রকাশের বিষয় অবহিত করেন দলটির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের আহ্বায়ক ও গোপালগঞ্জ জেলা জাসদের (ইনুপন্থী) সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রশিদ চৌধুরী। সংবাদ সম্মেলনে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে ৩২ দফা প্রস্তাবনা পেশ করা হয়। দফাগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো—জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, সংসদ নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীকে স্ব স্ব দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে নির্বাচিত হওয়ার পর দলীয় মনোনয়ন দেওয়া, ব্লু-ইকোনমি থেকে জাতীয় আয় বৃদ্ধি, চাকরি নিয়োগ বিধি স্বচ্ছ ও নিরপেক্ষ করণ, শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিকায়ন করা। সাইফুল রশিদ চৌধুরী বলেন, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে। যে দলই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন কোন দলই গণতন্ত্রের সঠিক চর্চা করেনি। ক্ষমতাকে আঁকড়ে রাখারা জন্য ভোটের প্রহসন চালিয়েছে তারা। আমরা লক্ষ্য করেছি রাজনীতির নামে পরিবারতন্ত্র কায়েম করেছে। ফলে স্বাধীনতার এত বছর পরেও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি বাংলাদেশ। আমাদের উদ্দেশ্য প্রকৃত গণতন্ত্রের চর্চার মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনা। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে দশটি জেলায় আমাদের কার্যক্রম শুরু করেছি। চার সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এসময়, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মো. জুলিয়াছ খান ঠাকুর, মো. শেখ ফরিদ আহমেদ ও মো. ইয়ার আলিসহ জেলা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply