খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির পানছড়িতে ডেভিল হান্ট অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগ এর তিন নেতা’কে আটক করা হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পানছড়ির বিভিন্ন এলাকা থেকে এদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিমউদদীন।
পুলিশ সুত্র জানায়, তারা গত বছরের ৩ সেপ্টেম্বরে মামলার আসামি। এসআই (নিঃ) মোঃ আব্দুল আউয়াল সঙ্গীয় অফিসার পানছড়ি থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করাকালীন সময়ে তাদের গ্রেফতার করা হয়
গ্রেফতারকৃত আসামিরা হলেন পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ বেলাল হোসেন(৫০), উল্টাছড়ী ইউনিয়ন আওয়ামী লীগের, সাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আক্তার হোসেন(৩৯), উল্টাছড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম (২৫)।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিমউদদীন বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সকাল ০৮,৩০ ঘটিকায় প্রেরন করা হয়েছে।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply