1. news@gmail.com : news :
  2. samayartelevision@gmail.com : samayartelevision samayartelevision : samayartelevision samayartelevision

কলমাকান্দায় অবৈধ ইটভাটা স্থাপনা উচ্ছেদ ও জরিমানা

  • আপডেটের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২ টাইম ভিউ

নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় অবৈধ ইটভাটা ১টি উচ্ছেদ ও ৪টি ভাটার ৭লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা অভিযান করেন নেত্রকোণা জেলা পরিবেশ অধিদপ্তর।
গত ১৬ ফেব্রুয়ারি সকাল ৯:০০ ঘটিকা থেকে বেলা ৫:০০ ঘটিকা পর্যন্ত কলমাকান্দা উপজেলায় বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত

এসময় নেত্রকোণা জেলার মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ জব্বার হোসাইন।
মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবদুল্লাহ আল মতিন ও অত্র কার্যালয়ের কর্মচারীবৃন্দ। মোবাইল কোর্টে সেনাবাহিনীর সদস্যবৃন্দ, নেত্রকোণা জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ এবং নেত্রকোণা পুলিশ লাইন্স ও কলমাকান্দা থানার পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন।

উক্ত মোবাইল কোর্টে ০৪ টি ইটভাটার ⁠এমপিবি কোং- ১৫০০০০, ⁠পিএমআর- ২০০০০০, ⁠পিসিবি- ২০০০০০,জনতা ব্রিকস- ২০০০০০ বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সর্বমাট ৭,৫০,০০০/-(সাত লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করে ধার্যকৃত আদায়সহ ১টি সৃজন ব্রিকস ইটভাটার চিমনীসহ কিলন ভেঙ্গে ফেলা হয় এবং সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নেত্রকোণা পরিবেশ অধিদপ্তর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It