1. news@gmail.com : news :
  2. samayartelevision@gmail.com : samayartelevision samayartelevision : samayartelevision samayartelevision

আটপাড়া উপজেলার আওয়ামি লীগের ৪০ নেতাকর্মী কারাগারে

  • আপডেটের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৩২ টাইম ভিউ

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ

নেত্রকোনার আটপাড়া উপজেলা আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৭ জানুয়ারি) নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী আসাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন— আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম,
সাধারণ সম্পাদক মো. ফেরদৌস মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত বিশ্বাসসহ দলের আরো ৩৭ জন নেতাকর্মী।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, আসামিরা ২০২১ সালে ১১ নভেম্বর আটপাড়া উপজেলার সুখারী গ্রামের কমিউনিটি ক্লিনিকের পাশে বিএনপির কর্মী সৈয়দ মোস্তফা সাহেদ কামালের দোকানে হামলা চালান। এ সময় তার দোকান থেকে অন্তত চার লাখ টাকার বেশি মূল্যের মালপত্র লুটপাট এবং নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে যান। তখন তারা ওই দোকানের সামনে ককটেল বিস্ফোরণ করেন। এ ঘটনায় সরকার পতনের পর ২০২৪ সালের ১৯ অক্টোবর সৈয়দ মোস্তফা কামাল বাদী হয়ে ৫১ জনের নাম উল্লেখসহ ১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেন।

ওই মামলায় অধিকাংশ আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আজ সোমবার নেত্রকোনা আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It