মনির হোসেন
নেত্রকোনা জেলা প্রতিনিধি*
নেত্রকোনার আটপাড়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয়
বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদে
উপজেলা প্রশাসন আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, উপজেলা আইসিটি কর্মকর্তা আশরাফুল হক, তেলিগাতী বিএনএইচ কে একাডেমির প্রধান শিক্ষক ইকবাল নূর লাভলু, গোপালাশ্রম ভৈরব চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিঞা, খিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম, বাউসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল করিম হীরা, দূর্গাশ্রম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাইন উদ্দিন, ও প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া সহ উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেত্রবৃন্দ।
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অসংখ্য শিক্ষার্থী তাদের উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে স্টল দিয়ে জনসন্মুখে সেসবের সুবিধাসমূহ দেখিয়ে দিচ্ছেন এবং বিস্তারিত বর্ণনা করছেন। দেশকে সামনে এগিয়ে নিতে শিক্ষার্থীতের এসব ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা সরকারের দৃষ্টিগোচর হলে হয়তো আগামীতে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেকদুর এগিয়ে যাবে বলে মেলায় ঘুরতে আসা বিভিন্ন জনের অভিমত।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply