মনির হোসেন
নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোনার আটপাড়ায় গোপালাশ্রম ভৈরব চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও হেনা বৃত্তি প্রদান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় , বিদ্যালয়ে
প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, পরে বাণিজ্যমন্ত্রণালয়ের সাবেক সচিব মনোজ কুমার রায় আয়োজনে ১০ জন মেধাবী শিক্ষার্থীকে হেনা শিক্ষাবৃত্তি-২০২৪ প্রদান করা হয়।
এসময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ বাবুল মিয়ার সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, এছাড়া আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রণালয়ের সাবেক সচিব মনোজ কুমার রায়, বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকসহ বিএনপির স্থানীয় নেত্রবৃন্দ।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রণালয়ের সাবেক সচিব মনোজ কুমার রায় বলেন আমার প্রয়াত বোন ‘হেনার স্মরণে প্রতি বছর আমরা মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করে আসছি, এবার গোপালাশ্রম ভৈরব চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীর মাঝে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
প্রাচীনকাল থেকেই জ্ঞান-বিজ্ঞানের চর্চায়, সাহিত্য ও সংস্কৃতিতে অনেক সমৃদ্ধ। এ ঐতিহ্য ধরে রাখতে শিক্ষার্থীদের সাহিত্য, সভ্যতা, শিল্প-সংস্কৃতি ও দেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানাতে এবং সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে কাজ করছে গোপালাশ্রম ভৈরব চন্দ্র উচ্চ বিদ্যালয়।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply