*মনির হোসেন
নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ*
নেত্রকোনা আটপাড়া তেলিগাতী শাখায় আই এফ আই সি ব্যাংকের উদ্যেগে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকায় উপজেলা তেলিগাতী শাখার আই এফ আই সি ব্যাংকের কার্যালয়ে অর্ধশত শীতার্ত অসহায় হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে শীতার্ত লোকজন ব্যাংকের মঙ্গল কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন আই এফ আই সি ব্যাংকের উপজেলা অফিসার ইনচার্জ মোহাম্মদ তামজিদুল ইসলাম, ও অ্যাসিস্ট্যান্ট অফিসার মোঃ শাকিল আহমেদ বিপুল, এবং ব্যাংকের সকল কর্মচারীবৃন্দ।
আটপাড়া উপ-শাখার অফিসার ইনচার্জ মোঃ তামজিদুল ইসলাম জানান, আই এফ আই সি ব্যাংক পি এল সি বরাবরই ব্যাংকিং কার্যক্রমের সাথে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। পূর্বেও বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শীতকালে শীতার্ত মানুষদের কম্বল দিয়েছে, সেই ধারাবাহিকতায় এবার শীতে সকল শাখা-উপশাখা থেকে কম্বল বিতরণ কর্মসূচি চলছে। এবং এ ধরনের মানবিক কাজের প্রশংসা করে তিনি আরো বলেন, আই এফ আই সি ব্যাংক প্রতি বছরই বিভিন্ন ধরনের মানবিক কাজ করে থাকে। এর মধ্যে নারী দিবস পালন, গ্রীষ্মকালে মৌসুমি ফলের সমন্বয়ে মধুমাস উৎসব পালন, শীতকালে প্রতিবেশীদের নিয়ে পিঠাপুলি খাওয়ার উৎসব ও কম্বল বিতরণ এবং রমজানে ইফতারির আয়োজনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। আগামীতেও ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশা করছি।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply