খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়িতে “ডেভিল্ট হান্ট ” এর নিয়মিত অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের বড়৩ জন নেতাকর্মীকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। এ পর্যন্ত আটক সংখ্যা মোট ছয়জন।
মঙ্গলবার (১১/০২/২০২৫) দিবাগত রাতে এসআই মোঃ আব্দুল আউয়াল সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ পানছড়ি থানাএলাকায় অভিযান ও ডিউটিকালীন সময়ে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ জন নেতাকর্মীকে আটক করেন।
থানা সুত্রে জানা যায় , আটককৃতরা সদর ইউনিয়নের মুসলিম পাড়ার মৃত সফির ছেলে মোহাম্মদ সাকিবুর রহমান(২৫) উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। কলোনী পাড়ার মৃত ইমান হোসেনের পুত্র জাহেদুল আলম প্রকাশ অনিক (১৯) ছাত্রলীগ সদর ইউনিয়ন শাখার সভাপতি, মোহাম্মদ পুরের মৃত ছাত্তারের ছেলে মোঃ আজাদ(২৪) সে উপজেলা ছাত্রলীগের সদস্য। পানছড়ি থানার ৩ সেপ্টেম্বর/২৪ ও ৬ অক্টোবর মাসের দুটি মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামী হিসাবে তাদের আটক করা হয়েছে।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply