স্বপ্নের ঠিকানা
মোঃ মিলন হক
স্বপ্ন দেখি, মুঠো ভরা আলো,
আকাশ জুড়ে সুখের পালা চলো।
চোখের কোণে ভেসে থাকে রং,
যেন ভাঙা বুকেও বাঁচার ঢং।
আমি জানি, পথ যে কঠিন,
আছে কাঁটা, আছে বিষাদ বিনিমিন।
তবু ভেঙে পড়ি না কখনো,
মনের মাঝে স্বপ্নের বীজ বুনো।
যে স্বপ্ন দেখে, সে-ই পারে,
পথ খুঁজে নেয় আঁধার ছায়ার তরে।
যে মন থেকে চায়, তার জন্য
পথ ঠিক খুলে যায়, তারি ধন্য।
একদিন গড়ে তুলব আশ্রয়,
বৃদ্ধের চোখে হাসির অমল রয়।
এতিমের ঠোঁটে ফুটবে গান,
ভালোবাসা ছড়িয়ে হবে মুগ্ধ জান।
অর্থ নয়, চাই শুধু মন,
মাটির গন্ধে গড়া মানব জীবন।
দেখো একদিন হোক সে দিন,
মিলন নামের থাকবে সেই চিন।
স্বপ্ন যে ঠিকানার আশায়,
সকাল আসে রাত্রি তবু পাশে।
এই পথ যাত্রার কোন শেষ নেই,
আশার বীজে ভরিয়ে তুমি প্রাণ দিও।
জানালা দিয়ে আলো ছুটে যায়,
ঘরের কোণে স্মৃতিরা খেলে যায়।
প্রাণের সুরে বাজে আলোক রাগ,
মেঘের আঁকিবুঁকিতে আঁকা ভালোবাসার থাবা।
তবু ঠিকানা খুঁজে ফিরি,
স্বপ্নছবি আঁকি, মনের গলি ভরি।
নিঃশব্দে বয়ন্ত আকাশ,
তুমি কাছে এসে বলো ‘ভালোবাসো’।
আমার আকাশে তুলোর মেঘ ভাসে,
ভালোবাসায় চৈতী ফুল ফুটে।
স্বপ্নের ঘুড়ি উড়াই বাতাসে,
সেখানে শুধু তোমার প্রতিচ্ছবি।”
স্বপ্নের ঠিকানায় পথ হোক প্রাপ্তি,
তোমার দীপ্তিতে জ্বলে উঠুক রাত্রি।
এই পথ শেষের ক্রান্তি জানি,
তবু চলি স্বপ্নকে আঁকা ঠিকানায়।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply