পানছড়িতে গণসংযোগ করেছেন এ্যডভোকেট ইয়াকুব আলী চৌধুরী।
ফাহিম উদ্দিন (পানছড়ি প্রতিনিধি)
পার্বত্য জেলা খাগড়াছড়ির ২৯৮ নং আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এ্যডভোকেট ইয়াকুব আলী চৌধুরী পানছড়িতে গণসংযোগ করেছেন।
মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে নয়টা থেকে পানছড়ি উপজেলা সভাপতি মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে পানছড়ি বাজার সহ উপজেলার বিভিন্ন এলাকায় এ গণসংযোগ করা হয়েছে।
এসময় তিনি সকল ধর্মের স্থানীয় মানুষের সাথে কুশল বিনিময় করেন। ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে পাশে থাকার আহবান জানান।
অন্যান্যদের মাঝে জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মোঃ আবু ইউসুফ, উপজেলা সেক্রেটারি হাফেজ মোঃ নুরুজ্জামান, বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল খালেক, প্রচার সম্পাদক মোঃ আবুল কাসেম সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply